মানুষ খুঁজিয়া ফিরি – মনজুরুল আহসান বুলবুল

মানুষ খুঁজিয়া ফিরি – মনজুরুল আহসান বুলবুল

দেশে বেড়েছে গরু ও ছাগল
ঠিক ঠিক গবেষনা !
সরকারী বেসরকারী মাঠ জুড়ে
দেখি তাহাদের আনাগোনা !

বেশ ভূষা দেখে বোঝার উপায় নাই,
স্যুটেড বুটেড গলাতে ঝুলানো টাই!
গলায় রশি, একেক মালিক
একেকটাকে দেয় টান;
নেই কোন মান সন্মান,
মালিকের পা চাটে শুধু,করে
মালিকের গুণগান।

মালিক বললে বাঁয়ে যার এরা
মালিক বললে ডানে;
মালিকের জোয়াল কাঁধে নিয়ে
তারা সারাটা জীবন টানে ।
মালিকও অনেকে গরু ও ছাগল
কে বলে সেই কথা !
টাকা এবং ক্ষমতার জোরে
এরাইতো আজ মাথা ।

গরু ছাগলে ভরা দেশজুড়ে তাই
মানুষ খুঁজিয়া ফিরি,
মানুষই আদি মানুষই অন্ত
মানুষেরে তাই স্মরি ।


মনজুরুল আহসান বুলবুল
সিনিয়র সাংবাদিক ও লেখক।
০৯.০৭.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top