হযরত বায়েজিদ বোস্তামী দরগাহ শরীফ ওয়াকফ এস্টেট এর নয় ছয়; দুদকের মামলা

PicsArt_06-09-09.58.31.jpg

হযরত বায়েজিদ বোস্তামী দরগাহ শরীফ ওয়াকফ এস্টেট নিয়ে নয়-ছয়; দুদকের মামলা

অপরাধ প্রতিবেদকঃ সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (র:) দরগাহ শরীফ ওয়াকফ এস্টেট এর পরিচালনা কমিটির সেক্রেটারী ও জে.এম.জি হোল্ডিং এন্ড ডেভেলপার কোম্পানীর মধ্যে ওয়াকফ প্রশাসক কর্তৃক মসজিদ ও বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন প্রদানের পূর্বেই রেজিস্ট্রিকৃত অবৈধ চুক্তি সম্পাদন, ওয়াকফ প্রশাসক কর্তৃক প্রদত্ত অনু্মোদনের তিনটি শর্ত সুস্পষ্টভাবে ভঙ্গ করে পূর্বের অবৈধ চুক্তির শর্ত সমূহ অভিন্ন রেখে পুনরায় আরেকটি রেজিস্ট্রিকৃত চুক্তি সম্পাদন, ডেভেলপার কোম্পানী কর্তৃক সরকারের ক্রয়-বিক্রয় নীতিমালা/পি.পি.আর এর আইন ভঙ্গ করে পুরাতন মসজিদের মালামাল বিনা টেন্ডারে বিক্রয় করা এবং ডেভেলপার কোম্পানী প্রস্তাবিত বাণিজ্যিক ভবনের দোকানের পজেশন হস্তান্তরের নামে দোকানের পজেশন প্রত্যাশী কমপক্ষে ৪৬ জন ব্যক্তির নিকট হতে ৫০টি দোকান বরাদ্দের নামে সালামির ১ম কিস্তি বাবদ ৫,০০,০০০/- টাকা করে সর্বমোট ২,৫০,০০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা আদায় পূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধে আলহাজ্ব এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (চৌধুরী), সেক্রেটারী, হযরত বায়েজিদ বোস্তামী (র:) দরগাহ শরীফ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম; মোঃ রফিকুল ইসলাম; ইয়াজ্জেম হোসেন রোমেন ও মোঃ হারুনুর রশিদ গণের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারায় একটি মামলা দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top