আন্তোনিও গুতেরেস জাতিসংঘে দ্বিতীয় মেয়াদেও মহাসচিব হলেন

আন্তর্জাতিক প্রতিবেদকঃ আন্তোনিও গুতেরেস জাতিসংঘে দ্বিতীয় মেয়াদেও মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন। এর আগে, তাকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করে নিরাপত্তা পরিষদ।

আজ শুক্রবার সংস্থার সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ দিয়েছে। জানা গেছে, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদ শুরু হবে আন্তোনিও গুতেরেসের।

যদিও অনেকেই এবার গুতেরেসের প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলেন। কিন্তু শুধু পর্তুগাল ছাড়া সদস্য দেশগুলোর কেউই আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রস্তাব না করায় কেউ প্রার্থী হতে পারেননি।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top