বোরহানউদ্দিনে পক্ষিয়া নয়া মিয়ার হাটে উচ্ছেদ অভিযান
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নয়া মিয়ার হাটে সরকারি ১ নং খতিয়ানের বাটামারা মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলার এসি ল্যান্ড মোঃ শোয়েব আহমেদ।
আজ সোমবার সকালে পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নয়া মিয়ার হাটে আর এস খতিয়ানের ১৮৭৮ – ৭৯ দাগে এবং এস এ খতিয়ান ৮০ দাগের সরকারি জমিতে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজকের অভিযানের সময় উচ্ছেদ করা দোকান
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নয়া মিয়ার হাটে সরকারি এক নং খতিয়ানে বাটামারা মৌজায় দীর্ঘদিন অবৈধ ভাবে ঘড় তুলে দোকান পরিচালনা করা হয়েছে। সেই ঘড় থেকে প্রতিমাসে তের’শ টাকা দোকান ভারা হারে ভারা তুলে নিয়েছে । বিষয়টি প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিষদের কিছু জমিও সেখানে আছে। আমি এসিল্যন্ড স্যারের কাছে সেই অংশটুকুর বিষয়ে অনুরোধ করছিলাম পরিষদের অংশটুকুতে অভিযান পরিচালনা না করে।
স্থানীয়দের অভিযোগ নয়া মিয়ার হাটে সরকারি ১ নং খতিয়ানের আরও বেদখলিও জমি আছে কিন্তু প্রশাসন সেগুলো না উচ্ছেদ করে এইগুলো উচ্ছেদ করে।
নয়া মিয়ার হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময়ে স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে প্রশাসনের পক্ষ থেকে তাদের কোন পূর্ব নোটিশ করা হয় নি। উচ্ছেদ অভিযানের তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
নয়া মিয়ার হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করার বিষয়ে রাজিব চৌধুরী’র কাছে জানতে চাইলে তিনি এই ভিডিও পাঠান এবং বলেন এটাই আমার বক্তব্য।