কানাডায় বাড়ি কিনেছেন বাংলাদেশি এমপি!
অপরাধ প্রতিবেদকঃ স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনেছেন বাংলাদেশি এমপি! কানাডায় স্ত্রীর নামে আলিশান ডুপ্লেক্স বাড়ি কিনেছেন বাংলাদেশি এমপি শফিকুল ইসলাম শিমুল। স্কারবোরো শহরের হেয়ারউড সড়কে অবস্থিত ৭৩ নম্বর বাড়িটি কিনতে তাদের গুনতে হয়েছে প্রায় সাড়ে বারো কোটি টাকা।
টরন্টোর ল্যান্ড রেজিস্ট্রি অফিসের দলিল বলছে, ২০২০ সালের ১০ জানুয়ারি বাড়িটির মালিকানা পান জান্নাতী। সঞ্চিত এবং সুধীর মদন নামের দুই ব্যক্তির কাছ থেকে বাড়িটি কেনেন তিনি।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ স্থানান্তর এবং সেই অর্থে সম্পদ অর্জন দেশের মানিলন্ডারিং এবং মুদ্রা পাচার আইনে দণ্ডনীয় অপরাধ।’
নাটোর-২ আসনের সাংসদ শিমুল স্ত্রীর নামে শুধু কানাডাতেই আলিশান বাড়ি কেনেননি, ‘জান্নাতী প্যালেস’ নামে দেশেও একটি রাজকীয় ট্রিপ্লেক্স বাড়ি তৈরি করেছেন, যার মূল্য কমপক্ষ্যে ১০ কোটি টাকা।
কোনো দৃশ্যমান আয় না থাকার পরও শামীমার সম্পদের এমন উর্ধ্বগতির সুনির্দিষ্ট কোনো ব্যখ্যা যেমন নেই, তেমনি মোট সম্পদের প্রায় দ্বিগুন মূল্যে কেনা কানাডার বাড়িটিরও কোনো উল্লেখ নেই তাদের ব্যক্তিগত আয়-ব্যায়ের হিসাবে।
স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনা প্রসঙ্গে জানতে চাইলে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘কানাডায় আমাদের কোনো বাড়িও নেই। এসব মিথ্যা, বানোয়াট এবং আমার বিরুদ্ধে অপপ্রচার। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এসব বলে বেড়ায়।’
এ প্রসঙ্গে কথা হয় প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগরের সঙ্গে। তিনি বলেন, ‘কানাডায় এখন নতুন ট্রেন্ড চালু হয়েছে। রাজনীতিবিদ বা আমলারা কানাডার অভিজাত এলাকায় বাড়ি কিনে তাদের স্ত্রী-সন্তানদের রেখে যাচ্ছেন। সরকারি বিধি-নিষেধ থাকায় নিজেরা শুরুতে থাকেন না। কিন্তু পট পরিবর্তন হলে সুযোগ বুঝে এক সময় ঠিকই অভিবাসী স্ত্রীর সহযোগিতায় কানাডা উড়ে আসেন।’
জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন বলেন, ‘গণমাধ্যমসহ যে কারো কাছে বিদেশে অর্থপাচার এবং সম্পদ অর্জনের তথ্য থাকলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনলে বিধি-অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’