দৌলতখানে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেনু আটক

দৌলতখানে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেনু আটক

দৌলতখান প্রতিনিধিঃ পিকআপভ্যানে পাচারের সময় ১০ ড্রাম ভর্তি প্রায় ৪ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছেন ভোলা জেলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।

জব্দকৃত রেণু আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হক হসানাইন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতখান উপজেলার পাতার খাল এলাকায় মৎস্য বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সহ অভিযান চালানো হয়।

এ সময় একটি পিকআপভ্যানে করে ১০ ড্রাম ভর্তি প্রায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু পাচারের সময় পিকআপভ্যানটি জব্দ করা হয়।

তবে এর সাথে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। জব্দকৃত বাগদা রেণু রাতেই ওই এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত পিকআপ ভ্যানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল রহমান বলেন,
এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top