ক্ষতিপূরণ দিতে ব্যর্থ, দৈত্যাকার জাহাজ এভার গিভেনকে বাজেয়াপ্ত করল মিসর

ক্ষতিপূরণ দিতে ব্যর্থ, দৈত্যাকার জাহাজ এভার গিভেনকে বাজেয়াপ্ত করল মিসর

আন্তর্জাতিক প্রতিবেদকঃ সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ এভার গিভেনকে শেষপর্যন্ত বাজেয়াপ্ত করল মিসর। ক্ষতিপূরণের অর্থ না দেয়া পর্যন্ত সেটি দেশটির অধীনে থাকবে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, আদালতের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।

মিসরের কর্তৃপক্ষ দাবি করছে, সুয়েজ খালে জাহাজটি আটকে থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা ১০০ কোটি ডলারের মত হবে। জাহাজটি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথকে অবরুদ্ধ করেছিল।

এভার গিভেনের জাপানি মালিক শোয়েই কাইজেন কাইশা লিমিটেড জানিয়েছে, মিসরের একটি আদালতের কাছ থেকে আদেশ পাওয়ার পরে খাল কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে যায়।

সংস্থাটির মুখপাত্র রিউ মুরাকোশি বলেন, ‘তারা এখনও আমাদের সঙ্গে কথা বলছে। আমরা ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চালিয়ে যাব।’

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানিয়েছেন, এভার গিভেন জাহাজটি ক্ষতিপূরণের ৯০০ মিলিয়ন ডলার দিতে ব্যর্থ হওয়ায়, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ২৩ মার্চ এভার গিভেন জাহাজটি সুয়েজ খালে আটকে পড়েছিল। ফলে দু’দিক থেকে আটকে পড়েছিল কয়েকশ’ পণ্যবাহী জাহাজ।

শেষপর্যন্ত টানা এক সপ্তাহের প্রাণান্ত চেষ্টায় জাহাজটিকে সোজা করা যায়। কিন্তু ততদিনে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয় সুয়েজ খাল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top