আজ শুক্রবার পুলিশ-হেফাজত সংঘর্ষ, আহত ২৫

PicsArt_04-02-09.56.59.jpg

পুলিশ-হেফাজত সংঘর্ষ, আহত ২৫

স্থানীয় প্রতিবেদকঃ গাজীপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ও হেফাজতের কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (০২ মার্চ) জুমার নামাজের পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।

পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন হেফাজতকর্মীরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পুলিশ ও হেফাজতের কর্মীসহ ২৫ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top