বাউফল থানার ওসি ক্লোজড

PicsArt_03-31-10.26.54.jpg

বাউফল থানার ওসি ক্লোজড

অপরাধ প্রতিবেদকঃ আসামিদের সঙ্গে সেলফি তোলা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে অবশেষে ক্লোজ করে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) তাঁকে ক্লোজ করা হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাফিজুর রহমান ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাউফল থানায় যোগদান করেন। যোগদানের পর নানা কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়ে পড়েন। ওসি হিসেবে যোগ দেওয়ার কয়েক দিন পর বাউফল থানার সামনে যুবলীগ নেতা তাপস খুন হন। এর কয়েকদিন পর কেশবপুর ইউনিয়নে সরকারি দলের দুইপক্ষের অভ্যন্তরীণ কোন্দলে ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার খুন হন। এই খুনের ঘটনার আগের দিন একপক্ষ অপরপক্ষের ওপর হামলা করে। খুনের আগেই ঘটনাটি লিখিতভাবে ওসি মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তাঁর বিরুদ্ধে পৌর শহরে সরকারি দলের একপক্ষকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। যে কারণে বাউফলে সরকারি দলের দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। তিনি এ থানায় যোগদান করার পরে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বলে স্থানীয়রা জানান।

সপ্তাহ খানেক আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top