চরফ্যাসন ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে বাল্য বিয়ে প্রতিরোধে গনমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময়
উপজেলা প্রতিনিধিঃ আজ ২২ মার্চ সকাল সাড়ে ১০ টায় স্থানীয় কোস্ট ফাউন্ডেশন, চরফ্যাসন ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে বাল্য বিয়ে প্রতিরোধে গনমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময় অনুস্ঠানে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সিনিয়র সহ সভাপতি এম আবু সিদ্দিক,সহ সভাপতি ইয়াছিন আরাফাত, আমির হোসেন,কামাল মিয়াজী, নোমান সিকদার, মাইনউদ্দিন জমাদার, কামরুল সিকদার,আমিনুলইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, বাল্য বিবাহ বন্ধে সকল ধরনের ব্যবস্থা নিবেন। সাংবাদিকদের সহযোগীতায় শিশু বিবাহ বন্ধে সহায়ক হবে।
বিশেষ অতিথি চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরসীম। সমাজে ইভটিজিং এর কারনে বাল্য বিবাহ বাড়ছে। তাই প্রশাসনকে আরো কঠোর হতে হবে।