বঙ্গবন্ধু কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করেছেন – নুরুন্নবী চৌধুরী শাওন

বঙ্গবন্ধু কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করেছেন – নুরুন্নবী চৌধুরী শাওন

সাদির হোসেন রাহিমঃ ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাকে বার বার কারাগারে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করেছেন বঙ্গবন্ধু। তিনি নিশ্চিত মৃত্যু যেনেও দেশের স্বার্থে ছিলেন আপোষহীন। বঙ্গবন্ধুর ঋন শোধ হবার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

বুধবার সকালে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মনোরঞ্জন দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top