দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন সাইফুর রহমান
সাগর চৌধুরীঃ চলতি মাসের শুরুতেই মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে জেলেদের জেল ও জরিমানা করার কারণে মানববন্ধন করে দৌলতখান উপজেলার মানুষ।
এই উপজেলার শান্তিশৃঙ্খলা রাখার জন্য স্বার্থে সরকার উপজেলা নির্বাহী কর্তকর্তা কাওসার হোসেন কে আমতলী উপজেলায় বদলী করা হয়েছে অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, আমি আজ বিকাল পাঁচটায় দৌলতখানের
অতিরিক্ত দায়িত্ব গ্রহন করেছি। দৌলতখানের সকলস্তরের জনসাধারণের সব ধরনের সাহায্য ও সহযোগিতা জন্য যোগাযোগ করার অনুরোধ রইল।
বিদায়ী দৌলতখান উপজেলার নির্বাহী কর্তকর্তা কাওসার হোসেন বলেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেন সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।