হাজতখানা থেকে পালাল ডাকাতি মামলার আসামি
আদালত প্রতিবেদকঃ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়েছেন হারুনুর রশিদ (২৭) নামে এক বন্দী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাজতের ইনর্চাজ পুলিশের এসআই বদরুল আলম সহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পলাতক আসামি হারুনুর রশিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানার একটি ডাকাতি মামলায় আসামি হারুনুর রশীদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে আদালতের হাজত খানায় আনা হয়। বেলা সাড়ে ১০টার দিকে তিনি হাজতখানা থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।
জিআরও পুলিশ পরিদর্শক আরও বলেন, হারুনুর রশিদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। তার বাবার নাম মফিজ মিয়া। গত বছরের ৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন।
তার বিরুদ্ধে কেরানীগঞ্জ ও রমনা মডেল থানায় হত্যাচেষ্টা সহ চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।