প্রিয়তমা – শাহানা সিরাজী
কতো রাত কতো দিন এমনই গিয়েছে কেটে
শিমুলের চোখে চোখে
পলাশের রঙে রঙে
কতো সুর কতো গান একতারার তারে তারে
কতো কথার খুনসুটি এ ঘর ও ঘরে
সব মিলিয়ে সমধুর
সব মিলিয়ে সমুদ্দুর
তাই বুঝি হারিয়েছো রয়েছ দূর বহুদূর
এ আগুনের নিবিড় ছোঁয়ায় পুড়ে পুড়ে করে নিই ঠাঁই
মাটি আর মানুষ হোক স্বপ্নের তিলোত্তমা উপাদান
না থাকুক ঐশ্বর্য
থাকুক একটু প্রেম
একটি মিষ্টি আহবান “প্রিয়তমা”
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।