নাসার মহাকাশযানের মঙ্গলে সফল অবতরণ

নাসার মহাকাশযানের মঙ্গলে সফল অবতরণ

আন্তজার্তিক প্রতিবেদকঃ আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করেছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২ টা ৫৫ মিনিটে মঙ্গলে অবতরণ করেছে এই মহাকাশযান।

মঙ্গলে অবতরণের যে মুহুর্তে রেডিও সিগন্যাল নিশ্চিত করে এই সাফল্যের খবর, তৎক্ষণাৎ উল্লাসে ফেটে পড়েন নাসার বিজ্ঞানীরা।

পারসিভেয়ারেন্সের দীর্ঘ সাত মাসের যাত্রা ছিল এটি। ছয় চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল সাত মাস আগে।

যে রোভারটি নাসার তরফে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে রিয়েল টাইম ছবি তোলার জন্য অটোমেটিক যন্ত্র। এর ফলে ইতিমধ্যে মঙ্গলের মাটি থেকে তোলা প্রথম ছবি পাঠিয়েছে।

মঙ্গলে নাসার এই যান অন্তত দুই বছর ধরে সেখানে অতীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে।

মঙ্গলগ্রহে নভোযান অবতরণের ১৪টি প্রচেষ্টা আগে নেয়া হয়েছে। এর মধ্যে সফল হয়েছে আটটি আর এর সবগুলোই ছিল আমেরিকান মিশন। তবে ১৯৯৯ সালে একবার নাসার মঙ্গল মিশন ব্যর্থ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top