স্টেশনের কাছে বাড়ি – শামসউজজোহা
আমি সারাদিন স্টেশনেই থাকি
কাছেই আমার বাড়ি, তবু থাকি
রোজ রাতে হেঁটে বাড়ি ফিরি।
তবু ফিরি। স্টেশন ফেলে আসি
তবু স্টেশন আমার আপন খুবই
কারণ, এখানে এলেই কেবল
তোমাকে দেখি। তাকিয়ে থাকি
কী গভীর অপেক্ষায় থাকি তোমার
তাকিয়ে তাকিয়ে তোমাকে দেখি।
ছোট্ট স্টপেজে দু’মিনিট শুধু দেখি
তারপর প্লাটফরম ছেড়ে চলে যাও
আমাকে ছেড়ে চলে যাও। ছোট্ট কমা,
একটু থেমে আবার চলে যাও। ধোকা তুমি, আমি প্লাটফরম, স্থির দাঁড়িয়ে থাকি
তুমি ট্রেনের কামরা, ছুটে চলে যাও…
আজ দেখব! কোথায় তোমার বাড়ি?
কোথায় কোন স্টেশনে ঘুমাও রাতে! কোন স্টেশনে নামলে তুমি কাছে। কোথায় থাক লোহার ঘর, ছোট চাকা, জানালা। আমি এখানে এই স্টেশনের কাছেই থাকি
রোজ রাতে হেঁটে হেঁটে বাড়ি ফিরি।
আমি সারাদিন স্টেশনেই থাকি
কাছেই আমার বাড়ি, তবু থাকি
রোজ রাতে হেঁটে বাড়ি ফিরি।
তবু ফিরি। স্টেশন ফেলে আসি
তবু স্টেশন আমার আপন খুবই
কারণ, এখানে এলেই কেবল
তোমাকে দেখি। তাকিয়ে থাকি
কী গভীর অপেক্ষায় থাকি তোমার
তাকিয়ে তাকিয়ে তোমাকে দেখি।
ছোট্ট স্টপেজে দু’মিনিট শুধু দেখি
তারপর প্লাটফরম ছেড়ে চলে যাও
আমাকে ছেড়ে চলে যাও। ছোট্ট কমা,
একটু থেমে আবার চলে যাও। ধোকা তুমি!
আমি প্লাটফরম, স্থির দাঁড়িয়ে থাকি
তুমি ট্রেনের কামরা, ছুটে চলে যাও
আমি এখানে স্টেশনের কাছেই থাকি
রোজ রাতে হেঁটে হেঁটে বাড়ি ফিরি।
আজ দেখব! কোথায় তোমার বাড়ি?
কোথায় কোন স্টেশনে ঘুমাও রাতে।
কোন স্টেশনে থামলে তুমি ।
কোথায় থাকো লোহার ঘর, ছোট চাকা
তুমি ট্রেনের কামরা আমাকে ছেড়ে যাও, ছুটে চলে যাও। এখন আমি নিজেই স্টেশন, স্থির দাঁড়িয়ে থাকি, তোমার ছেড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকি।
শামসউজজোহা
কবি, লেখক ও সংবাদ পাঠক
ঢাকা, বাংলাদেশ।