চরফ্যাশনে ১৭ টি মামলায় ২২ জনকে মোট ৪৪০০ টাকা অর্থদণ্ড করেন – এসিল্যান্ড রিপন বিশ্বাস

চরফ্যাশনে ১৭ টি মামলায় ২২ জনকে মোট ৪৪০০ টাকা অর্থদণ্ড করেন – এসিল্যান্ড রিপন বিশ্বাস

চরফ্যাশন প্রতিনিধিঃ আজ চরফ্যাশনে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহামারী করোনাভাইরাস এর প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুখে মাক্স না থাকায় চরফ্যাশন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

এই সময় পৃথক ১৭ টি মামলায় ২২ জনকে জনপ্রতি ২০০ টাকা করে মোট ৪৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকলকে মাস্ক পরিধান করে নিজেকে, পরিবারের সদস্যদের এবং দেশবাসীকে মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার্থে অনুরোধ করা হয়েছে। এর পরেও মাস্ক পরিধান ব্যতীত কাউকে বাজারে ঘোরা-ঘুরি করতে দেখলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিনিধি সিরাজুল ইসলামকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top