দুঃশাসন থেকে রেহাই পেতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

দুঃশাসন থেকে রেহাই পেতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিবেদকঃ দেশে ‘আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুঃশাসন কায়েম করেছে’ উল্লেখ করে এর (দুঃশাসন) থেকে রেহাই পেতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিরোধী দল ও মতের মানুষসহ সাধারণ মানুষের আজ কোথাও নিরাপত্তা নেই। আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা করে তা আবারও প্রমাণ করল বর্তমান গণবিরোধী ও জনবিচ্ছিন্ন সরকার। ভয়াবহ দুঃশাসন থেকে নিস্তার পেতে আমি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে দেশব্যাপী চলছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব। দেশে আইন-কানুনের ন্যূনতম চিহ্ন নেই। শুধু বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হচ্ছে না, আইনজীবী ও সাংবাদিকরাও পৈশাচিক হামলা থেকে রেহাই পাচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার কৌশল অবলম্বন করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সন্ত্রাসীরা আরও বীরদর্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে এক ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘গত ২৮ জানুয়ারি আইনজীবী ও সাংবাদিকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও তাদের আহত করার ঘটনায় আমি ধিক্কার জানাই। সরকারের ছত্রচ্ছায়ায় এটি একটি ন্যক্কারজনক ও জঘন্য ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় আরও একটি সাক্ষী হয়ে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top