সবার উপরে দেশ – সুপন রায়

PicsArt_02-03-10.00.25.jpg

সবার উপরে দেশ – সুপন রায়

আপনারা যারা এক বাক্যে উড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য এই অধমের ক্ষুদ্র নিবেদন |

আল জাজিরা যে কাজটি করেছে, এটিকে একেকজন একেক রকম দৃষ্টিতে দেখছেন | ব্যাখ্যা করছেন |

বিভ্রান্তি তৈরী হয়েছে মুলত বিদেশী বলে | এবং তা ‘আল জাজিরা’নামক একটি নিউজ চ্যানেল থেকে প্রচারিত হয়েছে বলে |

স্বীকার করে নেয়া এবং বলে রাখা ভাল যে, এটি যথেষ্ট মান সম্মত একটি প্রোডাকশন |

যেটি চরিত্রগত ভাবে থ্রিলার গোত্রে পড়ে | অধুনা NETFLIX এ এই ধরনের থ্রিলার দেখে আমরা অনেকেই বেশ পরিচিত | েবিশেষ করে তরুন-রা |

১ ঘন্টার এই প্রোডাকশনকে ভুল করে কেউ কেউ সংবাদ ভেবে ফেলছেন |

এটি পুরোপুরি ফিকশন ঘরানার |

‘গরুকে নদীতে নামিয়ে নদীর রচনা লেখার মতো’|

বিভ্রান্তির সুত্রপাত বা শুরুটা সেখানেই |

তবে, এ কথা সত্য, অনেক সময় নিয়ে, পরিশ্রম করে, শব্দ, ছবি, সংগ্রহ, গোপনে এবং প্রকাশ্যে ধারন করে- যথেষ্ট অর্থ খরচ করে তৈরী করা |

এর সব তথ্যই অসত্য, তা দাবী করবো না | বরং দাবী করবো, সময় নিয়ে এতে উচ্চারিত হওয়া তথ্যগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখার |

ডেভিড বারগম্যান, আদালত দ্বারা একজন সবীকৃত অপরাধীর ( মানসিক ভারসাম্যহীন বলে কথিত ) আন অফিসিয়াল কথোপকথন, এবং কাতার ভিত্তিক আন্তর্জাতিক চ্যানেল – ‘আলজাজিরা’ তে প্রচারিত হওয়ায় এর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে |

আমাদের ভুলে গেলে চলবে না, আমেরিকার আদালত গত বছরের সেপ্টেম্বর মাসে আরব দেশের এই টেলিভিশন চ্যানেল টিকে উদ্দেশ্যমুলক রাজনৈতিক কর্মকান্ড চালানোর দায়ে অভিযুক্ত করেছে |

আমেরিকায় আদালত অভিযুক্ত করলেও মিশর ও সিরিয়ায় এই চ্যানেলটি রীতিমত নিষিদ্ধ | এবং দেশ দুটি আরবে|

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে তাঁর অসমাপ্ত গবেষনার কিছু তথ্য শেয়ার করলেন | তাঁর কাছ থেকে নতুন করে জানলাম, ‘আল জাজিরা’ কেমন চোখে দেখে বাংলাদেশকে |

তিনি জানালেন, আল জাজিরা পুরোপুরি পক্ষপাত দোষে দুষ্ট একটি সংবাদমাধ্যম | এর অফিসিয়াল ফেসবুক যাচাই করলেই সহজেই তা ধরা পড়ে |

গত ১০ বছরে তারা তাদের চ্যানেলে প্রচারিত হয়েছে এমন কিছু নিউজকে বেছে বেছে ( সব নিউজ নয় ) ফেসবুকে বুষট করেছে, যা দেখে সহজেই বোঝা যায়, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য |

তার সবই যে ধরমীয় দৃষ্টিকোন থেকে করা হয়েছে, তা কিন্তু নয় | আরব দেশে তাদের কে যারা নানাভাবে অর্থ দিয়ে সহায়তা করে, তারা তাদের চাহিদা মত কাজ করে থাকে | যেটি একটি সংবাদ মাধ্যম করতে পারে না |

আর ডেভিড বারগম্যান এমনই একজন মানুষ, তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই | যথেষ্ট বিতর্ক তৈরী হয়ে আছে তাঁকে নিয়ে | প্রোডাকশনে তাঁর সংশ্লিষ্টতা এটিকে বিতর্কিত করে তুলবার জন্য যথেষ্ট |

সুতরাং সন্দেহছাডাই এটি একটি উদ্দেশ্যমুলক প্রোডাকশন |

তবে, এটিকে হাল্কা করে না দেখে গুরুত্ব দিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি |

আর শ্লোগান ভিত্তিক পাল্টা যে প্রোফাইল ক্যামপেইন শুরু হয়েছে, সেটিও ভেবে করা হল কিনা, সেটিও বিবেচনা করবার অনুরোধ করছি |

তাঁর বদলে যুক্তি খন্ডন করে, যথেষ্ট সময় নিয়ে, গবেষনা করে, তাঁর ত্রুটি ধরে ধরে জবাব দেয়া উচিত বলে মনে করি |

সবার উপরে দেশ |

আমরা সবাই আমাদের মাতৃভুমিকে ভালবাসি |

সুপন রায়
সিনিয়র সাংবাদিক ও লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top