হলমার্কের জিএম এর নারীসঙ্গ: কারাগারে ৩ কর্মকর্তাকে প্রত্যাহার

হলমার্কের জিএম এর নারীসঙ্গ: কারাগারে ৩ কর্মকর্তাকে প্রত্যাহার

অপরাধ প্রতিবেদকঃ আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কাকারির ঘটনায় অভিযুক্ত হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে কারাগারের ভেতরে কারা কর্মকর্তার কক্ষে নারীসঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারাগারের ডেপুটি জেলারসহ তিন জনকে প্রত্যাহার করার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে যেকোনও ঊর্ধ্বতন কর্মকর্তাকেও প্রয়োজনে অতি দ্রুত প্রত্যাহার করা হবে।’

গত ১৮ জানুয়ারি অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশনামায় ওই তিন জনকে প্রত্যাহার করা হয়। আদেশনামায় বলা হয়, প্রশাসনিক কারণে ওই তিন জনকে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার মো. গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান।

গত ৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিতে আরও রয়েছেন উপসচিব (সুরক্ষা সেবা বিভাগ) আবু সাঈদ মোল্লাহ ও ডিআইজি (ময়মনসিংহ বিভাগ) জাহাঙ্গীর কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top