ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসের পদত্যাগের দাবিতে উত্তাল ব্রিটেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসের পদত্যাগের দাবিতে উত্তাল ব্রিটেন।

জাওয়াদ নির্জর লন্ডন থেকেঃ সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ভেঙ্গে ২৬০ মাইল ড্রাইভ করেছেন ডমিনিক। তাতেই চটেছে ব্রিটেনের মানুষ।

কামিংস দাবি করেছেন,করোনা আক্রান্ত স্ত্রীর কাছ থেকে পুত্রসন্তানকে নিরাপদে রাখতে, মা বাবার কাছে পুত্রকে দিয়ে আসতে গিয়ে তিনি লক ডাউন ভেঙ্গেছেন! রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে আইন ভেঙ্গেছেন তিনি,সেটা বড় অপরাধ। তাতেই প্রশ্ন উঠেছে,আইন কি রাষ্ট্রের ভিআইপি দের জন্য আলাদা!

কামিংসের লকডাউন অমান্যের ঘটনায় বিরোধীদলের নেতাদের পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অন্তত ২০ জন নেতা তার পদত্যাগ চেয়েছেন! নিজের প্রধান উপদেষ্টার পক্ষে সাফাই গাইতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনের মানুষ বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদত্যাগের বিকল্প নেই। কামিংস পদত্যাগ করতে রাজী নন! ইতিমধ্যে কামিংসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ব্রিটেনে,গনতন্ত্রের সৌন্দর্যটা এখানেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top