চাউল চোর চাউল চোর – এম এইচ কবির
চাউল চোর চাউল চোর একি তোদের চরিত্র
দিলি তোরা পাল্টিয়ে এই দেশেটার মানচিত্র
দেশের মানুষ এজন্যেই কি তোদের দিয়েছে ভোট
জনগনে ছারবেনা তোদেরকে কোথায় ছুটবি ছোট
গরীবদের হক মারো বিবেকে কি একটু বাধে না
লাজ লজ্জা থাকে যদি পাবলিকের সামনে এস না
দুদিন পরেই বলবে এগুলো সব কিছুই ছিল ষড়যন্ত্র
তোমার আর তোমাদের চামচাদেরই হবে মূলমন্ত্র
পাবলিক তোমাদের চিনে গেছে তোমরা গ্যাংস্টার
পরিষদের দায়িত্বে থাকবে এবার সেনা সুপারষ্টার
জনগন এবার চিনে ফেলেছে কোথায় যাইবা যাও
লজ্জাবোধ থাকেই যদি কচু গাছে গলায় দড়ি দাও
পাকিস্তানিদের চাইতেও তোমরা আজ বড় – হায়না
চেহারাটাকে দেখ ভাল করে ঘরে থাকে যদি আয়না
তোদের কারনেই লজ্জিত আজ আমাদের সরকার
চাউল চোর কুলাঙ্গারদের জনপ্রতিনিধির কি দরকার।
এম এইচ কবির
কবি ও লেখক