ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ – দুর্ঘটনাস্থলের সন্ধান, পাওয়া গেলো যাত্রীদের দেহাংশ

ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ –
দুর্ঘটনাস্থলের সন্ধান, পাওয়া গেলো যাত্রীদের দেহাংশ

আন্তর্জাতিক প্রতিবেদকঃ ইন্দোনেশিয়ার ৬২ জন যাত্রীসহ একটি বোয়িং ৭৩৭ বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই দুর্ঘটনাস্থলের সন্ধান পাওয়া গেছে। দেশটির নৌবাহিনী এই তথ্য জানিয়েছে।

জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে, রাজধানী জাকার্তার কাছাকাছি জাভা সাগর থেকে দেহাংশ, পোশাকের টুকরা এবং ধাতব বস্তু পাওয়া গেছে।

মেট্রো টিভিকে জাকার্তা পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেন, সকালে আমরা দুইটি ব্যাগ পেয়েছি। এরমধ্যে একটিতে যাত্রীর জিনিসপত্র এবং অন্যটিতে দেহাংশ।

ইমান যাই নামে একজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিমানে আমার পরিবারের চার সদস্য রয়েছে। আমার স্ত্রী এবং তিন সন্তান।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিমানের ৬২ জন যাত্রীর সবাই ইন্দোনেশিয়ান। এরমধ্যে ১০ জন শিশু রয়েছে।

গতকাল শনিবার শ্রীভিজায়া এয়ারের বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

বিধ্বস্ত বিমানের তল্লাশিতে উদ্ধারকর্মী, সেনা, পুলিশ, ১০টি যুদ্ধজাহাজ-সহ কয়েকশ কর্মীও এই অনুসন্ধান এবং উদ্ধারকাজে অংশ নিয়েছেন। বিবিসি, জাকার্তা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top