বাংলা একাডেমির সন্মানিত ফেলো হলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল
সাগর চৌধুরীঃ বাংলা একাডেমির সন্মানিত ফেলো হলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল সহ সাত জন।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) এই সন্মাননা নেন বিশিষ্ট জনেরা।
বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী তাদের হাতে এই সম্মাননাপত্র তুলে দেন।
এবার ফেলোশিপ পেলেন ডা. এ. কে আজাদ, নুরুল ইসলাম নাহিদ, ডা. সারোয়ার আলী, জুয়েল আইচ, লিয়াকত আলী লাকী, নূহ উল আলম লেনিন এবং মনজুরুল আহসান বুলবুল।
বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের বাংলা একাডেমি কর্তৃপক্ষ দিয়ে আসছে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সম্মানসূচক এই ফেলোশিপ দেওয়া হয়।
সম্মানসূচক ফেলোশিপ যারা পান তাদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক একাডেমির পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
উল্লেখ করা যেতে পারে যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তারা সকলেই বাংলা একাডেমি ফেলোশিপ প্রাপ্ত হন। এর বাইরে প্রতিবছর ঘোষণা করা হয় পৃথক ফেলোশিপ।
২০১৯ সালে এই ফেলোশিপ পেয়েছিলেন, সৈয়দ আনোয়ার হোসেন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল মালিক, কুমুদিনী হাজং, কাঙ্গালিনী সুফিয়া, আলী যাকের ও আসাদুজ্জামান নূর।
মওলানা মোহাম্মদ আকরম খাঁ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, গোলাম মোস্তফা, জসীমউদ্দীন, জয়নুল আবেদীন, নুরন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী, আরজ আলী মাতুব্বর, কামরুল হাসানরা রয়েছেন প্রথম দিকে এই ফেলশিপপ্রাপ্ত বিশিষ্টজনরাও।