মানুষ হিসেবে কষ্টে থাকার দিন – নেয়ামত উল্যাহ
অনেক দিন হয়না বই পড়া
ফেসবুকে দিন যায়,
চোখটি ছানাবড়া।
অনেক দিন কবিতা হয়না পড়া
কবিতাকে দেখতে যদি যাই,
পকেট থাকে খরা।
অনেক দিন লেখা হয়না ছড়া
তালের কোনো শেষ নেই,
ভাজা হয়না বড়া।
অনেক দিন দেখা হয়না গাছের পাতা ঝরা
ঝরা পাতা আর সূখদৃশ্যে নেই,
পুড়ছে মনে নেইতো নড়াচরা!
নেয়ামত উল্যাহ
প্রথম আলো, ভোলা জেলা প্রতিনিধি
কবি ও লেখক।
২৫.১২.২০
বাসা,ভোলা