বাংলাদেশের জলসীমা থেকে ১৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমা থেকে ১৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমা থেকে ১৬ ভারতীয় জেলে গ্রেফতার
বাংলাদেশের জলসীমা থেকে ১৬ ভারতীয় জেলে গ্রেফতার।

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ‘মঙ্গল চন্ডি-৭’ নামে একটি মাছ ধরার ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মামলা দায়ের করে বুধবার বিকেলে এসব জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আমিরুল হক জানান, মঙ্গলবার রাতে অভিযান চলাকালে বাংলাদেশের জলসীমার ১০ দশমিক ২ নটিকাল মাইল ভেতরে একটি ভারতীয় ট্রলারসহ জেলেদের মাছ ধরতে দেখা যায়।

এ সময়ে ভারতীয় জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। ট্রলারসহ গ্রেফতার ১৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয় হয়েছে।

তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এলাকায়। ট্রলার থেকে জব্দকৃত মাছ মোংলা মৎস্য কর্মকর্তার কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top