ছাত্রলীগ সভাপতি পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিলেন

ছাত্রলীগ সভাপতি পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিলেন

জেলা প্রতিনিধিঃ বরিশালে মারধর ও পিস্তল ঠেকিয়ে এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে।

এই ঘটনায় সোমবার বরিশাল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাহুল চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার তেরচর এলাকার সুনীল চৌধুরীর ছেলে রাহুল চৌধুরী খেজুরতলা থেকে তার মোটরসাইকেলের গ্যারেজের ব্যবসা মুলাদী শহরে মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েলের দোকানে কম ভাড়ায় স্থানান্তর করে। এই সুযোগে জুয়েল রাহুলকে দিয়ে মাদক বিক্রিতে বাধ্য করায় রাহুলের পরিবার উদ্বিগ্ন হয়ে পরে। একপর্যায়ে পরিবারের পরামর্শে ভবিষ্যতের কথা চিন্তা করে কাঠের ব্যবসায় মনযোগী হয় রাহুল। তবে এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবী করে এবং তার মাদক ব্যবসা না করায় ২৬ অক্টোবর রাতে জুয়েল ও তার সহযোগী অভি বাসা থেকে ডেকে নিয়ে জুয়েলের অফিস কক্ষে রাহুলকে বেধড়ক মারধর করে। একই সাথে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক ৩শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আমার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া বিষয়টি অন্য কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী রাহুল চৌধুরী জানান, এই বিষয়টি আমার পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর মেয়রকে অবহিত করলে তাদের পরামর্শে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এরপর বিষয়টি জানতে পেরে জুয়েল আমাদের বাসার সামনে গিয়ে আমার মা, বড় ভাই ও স্থানীয় জুলহাস মীর, বিপ্লব বেপারী সহ অন্যান্য মানুষের সামনে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের অব্যাহত হুমকিতে পালিয়ে বেড়াচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top