ফেনসিডিল সহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
জেলা প্রতিবেদকঃ কুষ্টিয়ায় ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবি সদস্যদের হাতে ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন।
তারা হলেন- এজাজ মাহমুদ অনি (২৪) ও তার বন্ধু আমির হোসেন অভি (২৪)।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ছয় বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
এজাজ মাহমুদ অনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গোলাম ছিদ্দিকের ছেলে। আমির হোসেন অভি শহরতলীর জুগিয়া এলাকার রমজান আলীর ছেলে ও ছাত্রলীগের সদস্য।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় দৌলতপুর সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে মাদক নিয়ে কুষ্টিয়া ফেরার পথে ছয় বোতল ফেনসিডিল সহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আজ রোববার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।