আগামী ২০ অক্টোবর ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

আগামী ২০ অক্টোবর ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মাসুদ রানাঃ আগামীকাল ২০ অক্টোবর ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

এ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী।

আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ফরহাদ হোসেন মুরাদ, ইসলামী শাসনতন্ত্রের দলীয় প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে রয়েছেন তোফায়েল আহমদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে রয়েছেন ফয়েজউল্যাহ, চশমা প্রতীকে রয়েছেন কামাল হোসেন ও অটোরিক্সা প্রতীকে রয়েছেন ফরহাদ হোসেন নাঈম।

এ ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রয়েছেন ৪৪জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন ১৩ জন প্রার্থী।

এবার এ ইউনিয়নের মোট ১৯হাজার ৯৫২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ১২৫ ও নারী ৯হাজার ৮শ ২৭জন।

এদিকে আগামীকালের ভোটগ্রহণ সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ লালমোহন থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক নির্দেশনা প্রদান করেন ভোলা পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার।

ফরাজগঞ্জ ইউনিয়ন নির্বাচনের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল, মোঃ রাসেলুর রহমান। সুস্থভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ৪ জন ম্যাজিস্ট্রেট, ১প্লাটুন বিজিবি, ২ টিম র‌্যাব, প্রায় দুইশত পুলিশ ও ১৭০জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

ব্রিফিং প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দিন আল মামুন।

ব্রিফিং প্যারেড পরিচালনা করেন অফিসার ইনচার্জ, লালমোহন থানা, মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top