বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরন
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে মৎস্য আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবীদের মাঝে ২০ কেজি ভিজিএফ চাল প্রথম দিনের মত বিতরণ করা হয়েছে।
আজ ১৪ই অক্টোবর বুধবার সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ করা হয়।
টবগী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায়, আমাদের প্রাণপ্রিয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর দিক নির্দেশনায় টগবী ইউনিয়নে আজ জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
টকবী ইউনিয়নে ২১৩৫ জন জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। তাদের মধ্যে আজ প্রায় ১৫০০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে, বাকি চাল আগামী দিনগুলোর মধ্যে বিতরণ করা হবে।
কামরুল আহসান চৌধুরী আরও বলেন, মৎস্যজীবীদের কাছে বিশেষভাবে অনুরোধ ;এই অবরোধের সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকুন, সরকারের আইন মেনে চলুন, আমাদের প্রাণপ্রিয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে মৎস্য আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণের সময় টবগী ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ মৎস্যজীবি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।