আরও নয় পৌরসভার নির্বাচন ১০ অক্টোবর

আরও নয় পৌরসভার নির্বাচন ১০ অক্টোবর

আরও নয় পৌরসভার নির্বাচন ১০ অক্টোবর
চাঁদপুর ছাড়া আরও নয় পৌরসভার নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিন জয়পুরহাটের কালাই পৌরসভা, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা (শুধু মেয়র), ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড, মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড, হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড, যশোর চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুর পৌরসভা নির্বাচন এত দিন স্থগিত ছিল।

আগামী ১০ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো চাঁদপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৫০ জন এবং নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁদপুর পৌরসভার ভোটার এক লাখ ১৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ২৭ জন এবং নারী ৫৮ হাজার ৮৫৯ জন। ১৫ ওয়ার্ডে ভোট কেন্দ্র ৫২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top