রাজধানীর মুক্তাঙ্গন দখল; চলছে নীরব চাঁদাবাজি

রাজধানীর মুক্তাঙ্গন দখল; চলছে নীরব চাঁদাবাজি

নগর প্রতিবেদকঃ রাজধানীর মুক্তাঙ্গন দখলে নিয়ে অবাধে চাঁদাবাজি করছে একটি সংঘবদ্ধ দল। যার নেতৃত্ব দিচ্ছে জসিম উদ্দিন ও আলম মোল্লা নামের দুই রেন্ট এ কার ব্যবসায়ী। অথচ মুক্তাঙ্গনের একটি কমিটি থাকলেও তাদের বসতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে একাধিক গাড়ী ব্যবসায়ী।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত মার্চ মাসে জসিম উদ্দিন ও আলম মোল্লা দলবল নিয়ে মুক্তাঙ্গন দখলে নেয়। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে বৈধ কমিটির সদস্যদের বিতাড়িত করে তারা চাঁদাবাজি করছে দেদারছে।

মুক্তাঙ্গনে প্রতিদিন ৮৫টি কার ও মাইক্রোবাস পার্কিং করে এবং দেশের বিভিন্ন স্থানে ভাড়ায় যাতায়াত করে। তারা প্রতিমাসে এসব গাড়ীপ্রতি ১ হাজার ৫ শ’ টাকা করে চাঁদা আদায় করছে বলে গুরুতর অভিযোগ রয়েছে।

এই বিষয়ে একাধিক ব্যক্তির অভিযোগ পাওয়া গেছে এবং অনুসন্ধান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top