ঢাকা মেডিকেল থেকে পালালেন ১৯ মামলার আসামি

PicsArt_08-31-10.41.24.jpg

ঢাকা মেডিকেল থেকে পালালেন ১৯ মামলার আসামি

নগর প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৯ মামলার এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে।  তাঁর নাম রাব্বী (২১)।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে তিনজন আসামি পালানোর ঘটনা ঘটল। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে রাব্বী চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ভাইয়ের কাঁধে ভর দিয়ে তিনি হাসপাতালের বিছানা ছাড়েন। এরপর পালিয়ে যান।

অভিযোগ উঠছে, রাব্বী যখন পালাচ্ছিলেন তখন পুলিশের পাহারারত সদস্যরা ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্পগুজব করছিলেন। আর আসামির সঙ্গে ছিলেন তাঁর স্বজন। পালিয়ে যাওয়ার পর পুলিশ এখন রাব্বীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ওসি মাহবুব বলেন, রাব্বীর বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, মারামারিসহ মোট ১৯টি মামলা আছে। এর আগে ৬ আগস্ট আবু বক্কর ছিদ্দিক নামের এক কয়েদি কাশিমপুর কারাগার থেকে পালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top