তালা উপজেলা ভাইস চেয়ারম্যানকে বহিষ্কার করল আওয়ামী লীগ

তালা উপজেলা ভাইস চেয়ারম্যানকে বহিষ্কার করল আওয়ামী লীগ

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার নলবুনিয়া বিলে মৎস্যজীবী লুৎফর নিকারীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে সন্ত্রাসী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে।  

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, সংগঠনের পদ-পদবী ব্যবহার করে উপজেলাব্যাপী নিজস্ব বাহিনী গঠনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন সরদার মশিয়ার। তিনি তালা উপজেলার নলবুনিয়া বিলে একজন শ্রমিক হত্যায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হল। এছাড়া দলীয় পদ থেকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না সে বিষয়ে ২১ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হল।  

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিতপত্রে বুধবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ জানান, সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করে কৈফিয়ত তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top