ভোলার দৌলতখানে চার ফার্মেসীকে জরিমানা

দৌলতখানে চার ফার্মেসীকে জরিমানা

দৌলতখান প্রতিনিধিঃ  ভোলা জেলার দৌলতখান উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ফার্মেসী ব্যবসায়ী মালিককে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌরশহরের উত্তর মাথায় অভিযান চালিয়ে ওই চার ফার্মেসী ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। 

পৌর শহরের উত্তর মাথায় অবস্থিত রহমান এজেন্সীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ বিহীন ঔষধ রাখায় দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় দুই হাজার ও আফিফ মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে দৌলতখান মেডিকেল হলকে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এক হাজার ও আল আমীন ড্রাগ হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান চলমান থাকবে। এসময় দৌলতখান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top