প্রধানমন্ত্রী ভবিষ্যত প্রজন্মকে সু-শিক্ষিত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন – এমপি শাওন

প্রধানমন্ত্রী ভবিষ্যত প্রজন্মকে সু-শিক্ষিত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন-এমপি শাওন

শাহিন আলম মাকসুদ লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ লালেমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণির মানুষকে সহযোগিতা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী।

ভবিষ্যত প্রজন্মকে সু-শিক্ষিত করতে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন তিনি। আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষকগণ সম্মানিত হন, তাদের বেতন ভাতা বৃদ্ধিসহ স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১কোটি মানুষকে ২হাজার ৫শ করে নগদ অর্থ দিয়েছেন।

১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নন-এমপিও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

এমপি শাওন আরও বলেন, গত প্রায় সাড়ে চার মাস ধরে কোভিড-১৯ করোনা ভাইরাসে শুধু আমরা না, সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশও এই করোনা ভাইরাস থেকে রেহাই পাইনি। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে দিশেহারা তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আত্ম বিশ্বাস নিয়ে করোনাকে মোকাবেলা করে যাচ্ছেন।

বর্তমান মহামারী করোনাকালীন সময়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে সাথে নন-এমপিও শিক্ষকদেরও জীবন জীবিকার কথা ভেবে তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার নন-এমপিও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৮২০ জন শিক্ষক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার মদন মোহন, ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, আবুল বাসার সেলিম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কার্যকরি কমিটির সভাপতি মাওঃ মোঃ ছাদেক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top