লালমোহনে বেড়ীবাঁধের মাটি কেটে ইটভাটায় ইট তৈরী; প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার নদী উপকূলবতী জনপদ লডহাডিঞ্জ ইউনিয়ন। ওই ইউনিয়নের ফাতেমাবাদ ১নং ওয়াড এলাকায় বেড়ী বাঁধের পাশেই বসবাস করে আসছেন ছিন্নমূল পরিবার গুলো।
কিন্তু অবৈধভাবে বাঁধের পাশ থেকে মাটি কেটে ফেলায় ঝুঁকির মধ্যে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম তার মালিকাধীন ইটভাটায় ইট তৈরী করতে বেড়িবাঁধ সংলগ্ন থেকেই মাটি কেটে নিলেও সেখানকার বাসিন্দা ভয়ে মুখ খুলতে পারছে না কেউ।
দুই একজন বললেও স্বজনরা ভয়ে অস্থির হয়ে গেছে।
সাংবাদিকরা সেখোনে গেলে চেয়ারম্যানের লোকজন সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করে এবং সেখানে মানুষদের সাংবাদিকদের বক্তব্য না দেওয়ার জন্য কঠোর হুমকি দেয়।
এর পরও চলছে সবই আগের মতো! স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা পরিষদ যেন বিষয়টি দেখেও না দেখার ভান করছে।