পটুয়াখালীর হাজীখালী বাজার থেকে ধর্ষন ও ভিডিও ধারনের অভিযোগে আটক একজন ।
জেলা প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে পটুয়াখালীর জেলার সদর থানাধীন হাজীখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে, বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক নারীকে ধর্ষনপূর্বক তা গোপনে ভিডিও ধারণের অভিযোগে মোঃ হিরন তালুকদার (৩০), পিতা- মোঃ সাত্তার তালুকদার, সাং- হাজীখালী, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায যে, আনুমানিক ০৩ (তিন) বছর পূর্বে পটুয়াখালী সদরে অবস্থিত প্রাইম ক্লিনিকের জনৈক নারী রিসেপশনিষ্ট এর সাথে অভিযুক্ত মোঃ হিরন তালুকদারের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে অভিযুক্ত মোঃ হিরন তালুকদার নারী রিসেপশনিষ্ট কে জোর পূর্বক তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে এবং ভুয়া কাবিন নামায় স্বাক্ষর আদায় করে। অতঃপর, অভিযুক্ত মোঃ হিরন তালুরদার ঐ নারী ভিকটিমের স্বামী পরিচয় দিয়ে একাধিক বার ধর্ষন করে এবং উক্ত ধর্ষনের ভিডিও তার মোবাইলে গোপনে ধারন করে। অতি সম্প্রতি অভিযুক্ত মোঃ হিরন তালুকদার বিয়ের বিষয়টি অস্বীকার করে এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে।
ঐ নারী ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করলে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ হিরন তালুকদারকে হাজীখালী বাজার থেকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ হিরন তালুকদার ঘটনার সাথে নিজের সংষ্টিতার বিষয়ে স্বীকারোক্তি করে। এ ব্যাপারে ঐ নারী ভিকটিম কর্তৃক বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।