ক্যান্ডেল নাইট ডিনার – সাইফ ইবনে রফিক
গাছ থেকে সব ক্লোরোফিল
চুরি হয়ে যাচ্ছে। আকাশ থেকে
লুট হচ্ছে মেঘ। সাগরের
জল ছিনতাই হয়েছে আগেই।
এমন কি মরুভূমির মরিচীকা,
তাও বিক্রি হচ্ছে কালোবাজারে–
গ্রাম্য নদী দখলের অনেক অনেক আগে
অ্যান্টার্টিকা দখল করে আছে
ইউরোপ! চাঁদের জমিও ভাগাভাগি।
আমার আকাশ কিনতে হচ্ছে
রাশিয়ার কাছ থেকে।
অক্সিজেনের ওপর ট্যাক্স বসিয়েছে
বাতাস করপোরেশন!
তোমাকে দেখলাম এক ধাপ এগিয়ে–
সূর্য নিলামে তুলেছো
মোমবাতি কিনবে বলে!
সাইফ ইবনে রফিক
কবি ও সাংবাদিক