কবি – শাহানা সিরাজী

PicsArt_05-10-05.09.04.jpg

কবি – শাহানা সিরাজী

নেট কানেক্ট হচ্ছে না,মন খারাপ করো না,তুমি কবি,হৃদয় প্রসারিত করো,হাজারো নেট সেখানেই রয়েছে-
হৃদয়কে করো মালঞ্চ, কামিনী -মাধবী -বেলীর ইশারা বুঝতে শেখো সংযোগ আপনা থেকেই হবে।
গোলাপের অফুরন্ত হাসির আড়ালে ঝরে যাবার ইঙ্গিত থাকে,যেমন থাকে শুক্লপক্ষের পর কৃষ্ণপক্ষ।

অমোঘবিধি অলঙ্ঘনীয় -তবুও চাই সরোবরের সব পাড় ভেঙ্গে গলাধঃকরণ করতে সমুদয় জল, জানি জলের নেই কোন তল, তবুও কি এক বাসনায় ঢকঢক গিলতে থাকি

বখতিয়ার খিলজী থেকে বাহাদুর শাহ
তারো আগে পাল সেন সবাই তো দণ্ডিত করেছে
জাত-পাতের শেকলে রক্তাক্ত করেছে মানবের ঐশ্বরিক শক্তিকে- নান্দনিক চর্চা পিছিয়ে ছিলো নাকি ক্রমাগত পিছিয়ে যাচ্ছি; যুগলবন্দী জীবনের রহস্য কখনো হয়নি উন্মোচন বরং নারীর ঘোমটার আড়ালে হারিয়ে গেলো পূরো আকাশ, কাঁকনশিঞ্জনে উজাড় হয়েছে মথুরা, বৃন্দাবন,
এখনো পুরুষতান্ত্রিক ঔদার্য, নারীর হৃদয় ভাঙা বজ্রপাত একই ভাবেই ভিন্ন সৌকর্য ধারণ করে লালিমায় একাকার করে,যে শ্বাস প্রিয়তমার ঘাড়ে একদিন প্লাবিত পদ্মা-মেঘনার মতো ঢেউ তুলতো
সেই শ্বাস ঝিমিয়ে পড়ে মার খাওয়া বাড়িসাপের মতো।

আহা রে প্রেম! আহা রে ভালোবাসা! আহা রে অনুরাগ!
আঁচলের চাবি উজাড় হয়
দিন গিয়ে রাতের কোলে লুটিয়ে পড়ে
মানুষ মিলে না….

শাহানা সিরাজী
কবি ও সরকারি কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top