চিংড়ি রেনু পোনা পাচার;বোরহানউদ্দিনে ৭৫ হাজার টাকা জরিমানা

PicsArt_05-09-01.24.15.jpg

চিংড়ি রেনু পোনা পাচার;বোরহানউদ্দিনে ৭৫ হাজার টাকা জরিমানা।

জেলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চিংড়ি রেনু পোনা ব্যবসায়ী ফরিদ পাটোয়ারীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকালে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই অর্থদন্ডের আদেশ দিয়েছেন।

শুক্রবার সকালে ইউএনও মো. বশির গাজী নৌবাহিনীর সহায়তায় মেঘনা সংলগ্ন হাকিমুদ্দিন বাজার এলাকায় অবৈধভাবে রেনু পোনার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। ওই সময় ফরিদ দালালের আস্তানা থেকে রেনু পোনা বহনকারী পিকআপ, ৩৫ টি ব্যারেল ও ৩ টি পাতিল জব্দ করেন। প্রায় ৩ হাজার মিটার এছাড়া রেনু পোনা ধরার কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে দেয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ফরিদ পাটোয়ারী পালিয়ে যায়। 

ইউএনও মো. বশির গাজী জানান, ফরিদ পাটোয়ারীকে রেনু পোনা আহরণ, পরিবহণ, সংরক্ষণ ও ধরার কাজে জড়িত থাকার অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top