করোনা ভাইরাস; ফ্রান্সের সবচেয়ে বয়স্ক ডাক্তারের সাথে দেখা করলেন – এমানুয়েল ম্যাক্রো
আন্তজার্তিক প্রতিবেদকঃ বাংলাদেশের ডাক্তাররা যখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দেখে ভয়ে পালিয়ে বেড়ান, বিশ্বের বিভিন্ন দেশে তখন বিভিন্ন পেশার নিয়জিত ডাক্তাররা তখন শুধু করোনা রোগীদের সেবা দেয়ার জন্য তাদের পুরান পেশায় ফিরে আসছে।
এদের মধ্যে রাজকন্যা, বিশ্ব সুন্দরী, মন্ত্রী থেকে অবসরে নেওয়া ডাক্তাররা পর্যন্ত আছেন।
এদের মধ্যে একজন ফ্রান্সের Dr. Christian Chesnay, বয়স : ৯৯ বছর। তিনি ফ্রান্সের সবচেয়ে বয়ষ্ক ডাক্তার। তিনি Val-de-Marne অঞ্চলের Chevilly-Laure তে কাজ করেন।
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আজ শুক্রবার ফ্রান্সের সবচেয়ে বয়স্ক এই ডাক্তারের সাথে দেখা করেন।
তিনি জানেন করোনা ভাইরাসের বড় শত্রু হলো বয়স্ক মানুষ। কিন্তু এরপরেও শুধু করোনা রোগীদের সেবা করার করার জন্য অবসর থেকে সরে এসে তার চেম্বারে যোগ দেন।
প্রেসিডেন্ট উনাকে শ্রম দিবস উপলক্ষে এলিজে প্রাসাদে আমন্ত্রণ জানান এবং উনাকে বলেন, “আপনি এই বয়সে যা করছেন তা খুব উৎসাহজনক এবং অবিশ্বাস্য। ফ্রান্সের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।”
তিনি সহ তিনজন ডাক্তার এই অঞ্চলের ১৯০০০ বাসিন্দাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
১৯৫১ সাল থেকে ডাক্তারি পেশায় নিয়জিত এই ডাক্তার করোনা ভাইরাস চলে গেলেই অবসরে যাবেন।