মেরি ও বিলের ভালোবাসার গল্পটা তাজমহলের চেয়েও বড়

মেরি ও বিলের ভালোবাসার গল্পটা তাজমহলের চেয়েও বড়!

জাওয়াদ নির্ঝর লন্ডন থেকেঃ করোনায় প্রিয়তমা স্ত্রী মারা গেছেন,সেই খবর শোনার পর অক্সিজেন মাস্ক ফিরিয়ে মৃত্যুকে নিজেই আলিঙ্গন করেছেন বিল। করোনা আক্রান্ত বিলকে বাঁচাতে ব্রিটেনের ডাক্তাররা যখন আপ্রাণ চেষ্টা করছে,সেসময় বিল জানতে পারেন, তার ভালোবাসার মানুষ মেরিকে কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।

৬৩ বছর ধরে যে মানুষটির সাথে একসুতোয় বাঁধা পড়েছিলেন বিল, মৃত্যু সেই মেরিকে মাত্র ৫ ঘন্টা বিলের থেকে আলাদা করতে পেরেছে। মেরির মৃত্যুর ৫ ঘন্টার ব্যবধানে বিলও পাড়ি জমিয়েছেন,প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে।

সেই ১৯৫০ সাল থেকে বিল-মেরি দম্পত্তির প্রেম ভালোবাসা পরিনয়! জীবনের অনেক চড়াই উতরাই সংগামে বিলের জীবনে ছাঁয়ার মত ছিলেন মেরি। করোনার মৃত্যুও বিল-মেরিকে আলাদা করতে পারেনি। বরং বিল নিজেই দেখিয়ে দিয়েছেন তার ভালোবাসার কাছে মৃত্যু নামক চরম সত্যটাও খুবই তুচ্ছ,সামান্য।

প্রতারণার এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা কয় জন পায়। ভালোবাসার মানুষের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার সাহসই বা কয়জনের থাকে। যুগে যুগে অনেক লাইলি মজনু আসে।

কিন্তু মৃত্যুকে হার মানিয়ে বিল যেটা করে গেলেন, সেটাতে ভালোবাসারই জয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top