মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে সলঙ্গা থানা পুলিশ
মো:মাসুম বিল্লাহ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সলঙ্গা বাজার সহ রাস্তার বিভিন্ন মোড়ে জনতার বিনা কারনে, অযথা ঘোরাফেরা ও আড্ডা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে যেতে সলঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে পথচারীদের পরামর্শ দেয়া হয়।১৬ এপ্রিল সকাল ১০ টায় এস আই সবুজ রানার নেতৃত্বে একদল পুলিশ মাইকিং করে সলঙ্গা বাজার সহ বিভিন্ন সড়কে এ তৎপরতা শুরু করেন।
রিক্সা, মোটর সাইকেলে দু’জন এবং অটোবাইক,ভ্যানে এক সাথে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দিয়ে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে পরিবহন চালকদের বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন এ সব পুলিশ।
জন সচেতনতায় লিফলেট বিতরনের পাশাপাশি অন্যান্য পরামর্শও প্রদান করেন। এ ছাড়াও সকাল ১১ টার পর থেকে রিক্সা, মোটর সাইকেল ও অটোভ্যান নিয়ে সলঙ্গা বাজারে প্রবেশ করার ক্ষেত্রেও বাধা দেয়া হয়। এমনকি রিক্সা, ভ্যান, সিএনজির যাত্রীদের নামিয়ে দিয়ে চালকদের উল্টো ফেরত পাঠানো হয়।
এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড তাজুল হুদা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং হাট- বাজার, রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকতে পরামর্শ দেন। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজে শুধু বাইরে চলাচল, সাবান দিয়ে বারবার হাত ধোয়া,মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করার অনুরোধ জানান।
প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পেতে শেষে তিনি মহান আল্লাহ পাকের রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।