পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ৩টি ইটভাটা ধ্বংস ও ১০ লাখ টাকা জরিমানা।
স্টাফ রিপোর্টঃ আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় একটি দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে এসএমবি ব্রিকস এবং সিডিবি ব্রিকসকে ৫ লাখ টাকা করে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
দুটি ইটভাটাসহ এএমকে ব্রিকসকে এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার , সহকারি পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও জনাব দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিস, র্যাব-১ ও গাজীপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।