ভোলায় জলদস্যুর স্বীকারোক্তি; তজুমদ্দিনের চর থেকে অস্ত্র উদ্ধার
জেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার বাসনভাঙ্গা চর থেকে জলদস্যুদের ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার এক জলদস্যুর তথ্যে গভীর জঙ্গল থেকে সোমবার এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বাসনভাঙ্গা চর তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা নদীর মাঝামাঝি স্থানে অবস্থিত। তজুমদ্দিন থানা পুলিশ জানিয়েছে, সেখান থেকে একটি করে দেশি তৈরি একনলা বন্দুক, চাপাতি, রাম দা, ছোট দা, বটি ও লোহার ১০টি পাইপ জব্দ করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর জহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় মাছ ধরার নৌকায় ডাকাতি হয়। এ সময় জেলেদের হাতে ধরা খেয়ে শিপন শিকদার নামের এক জলদস্যু নেতা (সর্দার) গণধোলাইয়ের শিকার হন। পরে তাঁর দেওয়া তথ্যে আরও ছয় জলদস্যুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশের আরও জিজ্ঞাসাবাদে চিকিৎসাধীন শিপন তাঁর হাতে থাকা এসব অস্ত্রের তথ্য দেন।
ওসি জানান, উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সোমবার সকালে চরের গভীর জঙ্গলে ওই অভিযান চালানো হয়। এসব অস্ত্রের আস্তানায় পৌঁছাতে পুলিশের খুব খাটুনি হয়েছে।