মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশের ঝাটকা; প্রশাসন নিরব!
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বিভিন্ন উপজেলায় মেঘনা এবং তেঁতুল নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশের ঝাটকা। গত কয়েক বছর শীতে এমন ইলিশ মাছ পড়ার রেকর্ড নেই।
বড় ইলিশ ধরার নাম করে অবৈধ কারেন্ট জাল দিয়ে ধরা হচ্ছে জাটকা ইলিশ বা ইলিশের বাচ্চা। বিভিন্ন ঘাট ঘুরে আমাদের প্রতিনিধিরা যে ভিডিও চিত্র পাঠিয়েছেন সেই ভিডিও চিত্র স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ঝাটকা বা ইশিশ মাছের বাচ্চা।
ইলিশের ঝাটকা ইলিশের বাচ্চা স্থানীয় মাছের আরদ গুলোতে দেদারছে বিক্রি হচ্ছে, স্থানীয়ভাবে প্রশাসনিক কোন নজরদারী না থাকার কারণে এসব হচ্ছে অহরহ।
ভোলা সদর দৌলতখান উপজেলা বোরহানউদ্দিন উপজেলা তজুমদ্দিন ও লালমোহন উপজেলা চরফ্যাশন উপজেলা এবং মনপুরা উপজেলার বিভিন্ন ঘাটে জাটকা ইলিশের পোনা বিক্রি হচ্ছে।
এই সময়ে ঝাটকা ইলিশ নিধন বন্ধ না করলে ভরা মৌসুমে ইলিশের আকাল পড়বে বলে স্থানীয় সচেতন মহল জানায়।