মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান

মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান।

সাগর চৌধুরীঃ আজ বুধবার বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মেঘনা ও তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

আজকের অভিযানে ৩টি বেহুন্দি জাল, ১২টি ড্রাম, ৩টি চরঘেরা জাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার শেষে জালগুলো বোরহানউদ্দিন মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন ও বোরহানউদ্দিন থানা পুলিশের সামনে আগুন লাগিয়ে পড়ানো হয়।

বোরহানউদ্দিন উপজেলার দুই পাশে মেঘনা ও তেতুঁলিয়া নদী বহমান থাকায় এই উপজেলার মৎস্য কর্মকর্তাকেই দু’পাশের নদীতে পাহারা দিতে হয়।

উল্লেখ্য, গতকাল ছিল দরুণ ও কাচারিতে অভিযান, সেসময় উদ্ধার হয়েছিল ৩০ টি ড্রাম ও প্রায় ২০টি বেহুন্দি জালের স্থাপনা।

বোরহানউদ্দিন মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, এইগুলো আমাদের নিয়মিত অভিযান। তারপরও কেউ যদি অভিযোগ করেন। তবে আমরা আরও অভিযান পরিচালনা করব।

আজকের অভিযানে পুলিশ সহ যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।

আজকের অভিযানের বিশেষ মুহূর্তে জেলা মৎস্য কর্মকর্তা, এস এম আজহারুল ইসলাম অংশগ্রহণ করেন।

এস এম আজহারুল ইসলাম অভিযানের সাফল্য দেখে প্রশংসা করেন এবং বলেন, ‘সমগ্র ভোলা জেলা জুড়ে আমাদের এ অভিযান চলমান রয়েছে। আমরা সকলের সহযোগীতা কামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top