ভোলা-ঢাকা নৌরুটে আসছে দুটি দ্রুতগামী নৌযান; নেওয়া হচ্ছে অতিরিক্ত ভারা

PicsArt_12-30-11.01.23.jpg

ভোলা-ঢাকা নৌরুটে আসছে দুটি দ্রুতগামী নৌযান; নেওয়া হচ্ছে অতিরিক্ত ভারা

সাগর চৌধুরীঃ ভোলার ইলিশা-ঢাকা রুটে মাত্র ৪ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে এমন আরও দুটি দ্রুতগামী যাত্রীবাহী নৌযান (ওয়াটার ভেসেল ও লঞ্চ) চালু হচ্ছে খুব দ্রুত।

রোববার ঢাকায় বিআইডব্লিউটিএ কার্যালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লঞ্চগুলো হচ্ছে কর্ণফুলী-১৪ ও অ্যাডভেঞ্চার-৫।

এ তথ্য নিশ্চিত করেন ভোলার নদীবন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান ও বিআইডব্লিউটিএর সদর দফতরের কর্মকর্তারা।
এর আগে একই রুটে চালু হয় ওয়াটার ভেসেল গ্রিন লাইন-২। তবে এটির অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।

বরিশাল-ঢাকা রুটে দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
বর্তমানে ভাড়া ৭০০ টাকা ও ১০০০ টাকা। অপরদিকে ইলিশা-ঢাকা রুটের দূরত্ব ১৫৫ কিলোমিটার। তা ভাড়া নেয়া হচ্ছে ঐ একই হারে।

বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা জানান, এক টাকা ৪০ পয়সা হারে ডেকের ভাড়া হওয়ার কথা ২১৭ টাকা। এর তিন গুণ ৬৫১ টাকা হওয়ার কথা ভিআইপি ভাড়া।

ভারার বিষয়ে প্রতিবাদ হচ্ছে ইতোমধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top