ঠাকুরগাঁওয়ে পি.ই.সি পরীক্ষাথীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ

PicsArt_11-11-10.09.13.jpg

ঠাকুরগাঁওয়ে পি.ই.সি পরীক্ষাথীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ

মোঃ আকতারুল ইসলাম আক্তার,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত শনিবার ০৯/১১/২০১৯ ইং রোজ শনিবার সকাল ১০,০০ ঘটিকার সময় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের করনাইট কুমারগঞ্জ গ্রীন ভিউ চাইল কেয়ার হোম স্কুলে মোঃ আসাদুজ্জামান আসাদের পরিচালনায় পি.ই.সি ১৬ জন পরীক্ষাথীদের বিদায় এবং কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধা অতিথী হিসেবে বক্ত্যব রাখেন মোঃ হেলালউদ্দীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, বিশেষ অতিথী হিসেবে বক্ত্যব রাখেন, মোঃ আবুল হোসেন সাবেক চেয়ারম্যান ২নং নেকমরদ ইউ.পি ও সভাপতি গ্রীন ভিউ চাইল কেয়ার হোম করনাইট কুমারগঞ্জ, মো: আমানুল্লাহ আমান সহ সভাপতি গ্রীন ভিউ চাইল কেয়ার হোম করনাইট কুমারগঞ্জ, মো: আসাদূজ্জামান আসাদ পরিচালক সভাপতি গ্রীন ভিউ চাইল কেয়ার হোম করনাইট কুমারগঞ্জ, মো: আলতাফুর রহমান অধ্যক্ষ সভাপতি গ্রীন ভিউ চাইল কেয়ার হোম করনাইট কুমারগঞ্জ, মো: হামিদুর রহমান বুলবুল অধ্যক্ষ সানফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুল নেকমরদ, তালুকদার মোহাম্মদ শাহাজালাল জুয়েল অধ্যক্ষ আইডিয়াল স্কুল এন্ড কলেজ নেকমরদ, মো: শহিদুল হক অধ্যক্ষ ফুলকুরি সানফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুল ভোরনিয়া, ও সাংবাদিক মো: আকতারুল ইসলাম আক্তার সহ বিভিন্ন আমত্রিত অতিথি ও শিক্ষক শিক্ষীকা এবং অবিভাবক বিন্দু ও ৩০০ ছাত্র ছাত্রী উপস্তিত ছিলেন।

চেয়ারম্যান ২নং নেকমরদ ইউ.পি ও সভাপতি গ্রীন ভিউ চাইল কেয়ার হোম করনাইট কুমারগঞ্জ মোঃ আবুল হোসেন সাবের সভাপতিতে ৩৫০ জন ছাত্র ছাত্রীদের করতালির মধ্রদিয়ে অনুষ্ঠান শেস হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top